বিজেএসসি-র ইতিহাস

বিজেএসসি-র ইতিহাস

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ৭৯/১৯৯৯ নং সিভিল আপীলে ০২ ডিসেম্বর১৯৯৯ খ্রিঃ তারিখে প্রদত্ত রায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১১৫ অনুচ্ছেদের অধীনে জুডিসিয়াল সার্ভিস কমিশন গঠনের নির্দেশনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি বর্ণিত অনুচ্ছেদের ক্ষমতাবলে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা২০০৪ প্রণয়ন ও এসআরও নং-১৯-আইন/২০০৪ জারি করেন। পরবর্তীতে এসআরও নং-৭-আইন/২০০৭ দ্বারা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা২০০৪ রহিত ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন বিধিমালা২০০৭ বলবৎ করা হয়।

 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন দশ জন সদস্য সমন্বয়ে গঠিত। রাষ্ট্রপতি প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের একজন বিচারককে চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের দুইজন বিচারককে সদস্য এবং যে কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একজন ডীন অথবা অধ্যাপককে সদস্য মনোনীত করে থাকেন। এছাড়াও বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলজনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবঅর্থ বিভাগের সচিবআইন ও বিচার বিভাগের সচিববাংলাদেশ সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার ও ঢাকার জেলা জজ পদাধিকারবলে কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

 

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন প্রতিষ্ঠকাল থেকে সার্ভিসের প্রবেশপদে মনোনয়নের উদ্দেশ্যে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ে নাম সুপারিশবিভাগীয় পরীক্ষা অনুষ্ঠান ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করে আসছে। কমিশন প্রয়োজনের সাথে তথ্য ও সম্পদের সমন্বয় এবং ব্যবস্থাপনার মাধ্যমে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট রয়েছে।


© All Rights Reserved Bangladesh Judicial Service Commission