বিচারপতি এম, ইনায়েতুর রহিম
মাননীয় চেয়ারম্যান,
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি)

বিচারপতি এম, ইনায়েতুর রহিম

বিচারক, আপীল বিভাগ, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
ও কমিশনের চেয়ারম্যান



বিচারপতি এম, ইনায়েতুর রহিম ১১ আগস্ট, ১৯৬০ খ্রিষ্টাব্দে দিনাজপুর সদর উপজেলার জালালপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স এবং এলএল.বি ডিগ্রী অর্জন করেন।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম ৩০ নভেম্বর, ১৯৮৬ খ্রিষ্টাব্দ তারিখে আইন পেশার সনদ লাভ করেন। তিনি যথাক্রমে ০২ জানুয়ারি, ১৯৮৯ খ্রিষ্টাব্দ ও ১৫ মে, ২০০২ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম ৩০ জুন, ২০০৯ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক এবং ০৬ জুন, ২০১১ খ্রিষ্টাব্দ তারিখে স্থায়ী বিচারক হিসাবে নিয়োগ লাভ করেন। পরবর্তীতে ০৯ জানুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ তারিখে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক হিসাবে তিনি নিয়োগপ্রাপ্ত হন। এর পূর্বে তিনি বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল এর দায়িত্ব পালন করেন। ২৪ ফেব্রুয়ারী, ২০১৪ খ্রিষ্টাব্দ হতে ১৫ সেপ্টেম্বর, ২০১৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ১৮ ফেব্রুয়ারী, ২০১৬ খ্রিষ্টাব্দ হতে ০৯ জানুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ পর্যন্ত সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ১৫ অক্টোবর, ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখে বিচারপতি এম, ইনায়েতুর রহিম-কে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদান করেন।

বিচারপতি এম, ইনায়েতুর রহিম হংকং, ফিলিপাইন, মিশর ও আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ করেন। তিনি International Crimes Tribunals for former Yugoslavia (ICTY) এবং Interntaional Criminal Court (ICC) এর বিচারকগণের সাথে ২০১৫ সালের আগস্ট মাসে নেদারল্যান্ডস এর দ্য হেগ শহরে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি ভারত, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, ভুটান, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম ও ইন্দোনেশিয়া ভ্রমণ করেন।  

বিচারপতি এম, ইনায়েতুর রহিম এর লেখা “বঙ্গবন্ধুঃ সংবিধান আইন আদালত ও অন্যান্য” বইটি ২০২১ সালে প্রকাশিত হয়।

© All Rights Reserved Bangladesh Judicial Service Commission