সচিব

সচিব

জনাব শেখ আবু তাহের বিগত ২৪.০৪.২০২৩ খ্রিঃ তারিখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন এর সচিব পদে যোগদান করেন। তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের এস এস সি ও ১৯৮৫ সালের এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ হল থেকে ১৯৮৮-৮৯ শিক্ষাবর্ষে এলএল. বি (সম্মান) ও ১৯৮৯-১৯৯০ শিক্ষাবর্ষে এলএল. এম ডিগ্রি অর্জন করেন। ১৩দশ বিসিএস (বিচার) ক্যাডারে মনোনীত হয়ে ২৫.০৪.১৯৯৪ খ্রিঃ তারিখে তিনি সহকারী জজ পদে যোগদান করেন। জনাব শেখ আবু তাহের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনে যোগদানের আগে একাধিক কর্মস্থলে সহকারী জজ/সিনিয়র সহকারী জজ, খুলনায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, গাজীপুরে জুডিসিয়াল এ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (যুগ্ম জেলা জজ), গাজীপুর ও শরীয়তপুরে যুগ্ম জেলা ও দায়রা জজ, বাগেরহাট ও লালমনিরহাটে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ঢাকায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং মৌলভীবাজার ও কুষ্টিয়ায় জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট, ভারতের ন্যাশনাল জুডিসিয়াল একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত প্রশিক্ষণে অংশগ্রহন করেন।

© All Rights Reserved Bangladesh Judicial Service Commission